বাংলা বর্ণ কুইজ ২০২৫
বাংলা ভাষার সৌন্দর্য ও বৈচিত্র্য এর বর্ণমালায়। প্রতিটি বর্ণ আমাদের ভাষার মূল ভিত্তি গড়ে তুলেছে, যেখানে লুকিয়ে আছে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসের গল্প। ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে বঙ্গলিপির পক্ষ থেকে “বাংলা বর্ণ কুইজ ২০২৫” আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণের মাধ্যমে জানুন বাংলা বর্ণের নানান দিক ও বিবিধ বিষয় সম্পর্কে এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!
“বাংলা বর্ণ কুইজ ২০২৫”
📅 ইভেন্টের তারিখ: ২৫ শে ফেব্রুয়ারি ২০২৫
🌐 পরীক্ষার ধরন: অনলাইন (গুগল ফরম)
❓ প্রশ্ন সংখ্যা: ২০ টি
🕛 সময়: ১০ মিনিট
🎁 পুরস্কার: সেরা ৩ জন প্রতিযোগী পাবেন আকর্ষণীয় পুরস্কার।
☑️ অংশগ্রহণ ফি: সম্পূর্ণ ফ্রি
✅ কিভাবে অংশগ্রহণ করবেন:
২৫ শে ফেব্রুয়ারি নির্দিষ্ট সময়ের (রাত ১০-১১ টা) জন্য গুগল ফরম এর লিঙ্কটি ওপেন করা হবে। উক্ত সময়ের মধ্যে কুইজ সম্পন্ন করে সাবমিট করতে হবে।
কুইজ এর সকল আপডেট পাওয়ার জন্য ইভেন্ট পেজটিতে ইন্টারেস্টেড দিয়ে রাখুন এবং বঙ্গলিপির ফেসবুক পেজে চোখ রাখুন। পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে সবাইকে অংশগ্রহনের সুযোগ করে দিন।
শর্তসমূহঃ
১. কুইজে অংশগ্রহণকারীকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলো দেওয়া থাকতে হবে।
২. ইভেন্টে ইন্টারেস্টেড বাটনে মার্কিং করা থাকতে হবে।
উপরোক্ত শর্ত দুটি ভঙ্গ করলে উক্ত ব্যক্তি কুইজে বিজয়ী হলেও পুরষ্কারের জন্য বিবেচিত হবেন না।
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/bongolipi2024
ইভেন্ট লিঙ্কঃ https://www.facebook.com/share/1CVTyc3y5Q/
টেলিগ্রাম চ্যানেলঃ https://t.me/BongoLipi