ফন্টঃ কোহিনূর Droid Sans
ক্যাটাগরিঃ মার্জড ফন্ট (বাংলা এবং ইংরেজি)
প্রয়োজনীয় টিউটোরিয়াল
সিম অপারেটর লোগো কোড নিচে দেওয়া হলো।
কোডঃ
গ্রামীণফোন င
টেলিটক ဇ
বাংলালিংক ဈ
রবি ခ
এয়ারটেল ဆ
ভি ဂ
ভোডাফোন စ
জিও က
বিএসএনএল ဃ
লোগো গুলো কিভাবে আপনার ডিভাইসে সেট করবেন তা জানতে নিচের ভিডিওটি দেখুন
মার্জড ফন্ট বলতে বুঝায় যেকোনো কয়েকটি ভাষাকে একত্র করে ফন্ট আকারে রূপ দেওয়া। এক্ষেত্রে বঙ্গলিপিতে প্রকাশিত মার্জড ফন্টসমূহে বাংলা এবং ইংরেজি ফন্ট যুক্ত করা হয়। মার্জড ফন্ট গুলো আপনি আপনার মোবাইল বা ট্যাবের সিস্টেম/ডিফল্ট ফন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। মার্জড ফন্ট ব্যবহারের ফলে আপনার ডিভাইস হয়ে উঠবে আরো আকর্ষণীয়। কারণ আমাদের ডিভাইস গুলোতে ডিফল্ট হিসেবে যেসব ফন্ট যুক্ত করা থাকে সেই ফন্টগুলো দেখতে ততোটা সুন্দর হয়না।
প্রশ্ন হচ্ছে আপনার ডিভাইসে মার্জড ফন্ট কিভাবে ব্যবহার করবেন?
এক্ষেত্রে প্রতিটা ব্রান্ডের ডিভাইসে আলাদা আলাদা ইন্সট্রাকশন ফলো করে ফন্টগুলো এপ্লাই করতে হয়।
আপনার ব্রান্ডের ডিভাইসে কিভাবে এপ্লাই করবেন তা নিচে বিস্তারিত দেখানো হলো।
বঙ্গলিপিতে প্রকাশিত যেকোনো ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট, সিম্বল ফন্ট, মার্জড ফন্ট ও অন্যান্য কনটেন্ট আপনি সব রকম ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবেন। তবে ফন্ট গুলো আপনি অন্য কোনো ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন না। এবং অন্য যেকোনো মাধ্যমে কারো সাথে শেয়ার করতে পারবেন না। উপরোক্ত শর্তসমূহ ভঙ্গ করলে বঙ্গলিপি ফন্ট ফাউন্ড্রি আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অধিকার রাখে।