কোডপত্র ও বঙ্গলিপি পরিবারের পক্ষ থেকে ফন্টটি উৎসর্গ করছি-
শহীদ আবু সাঈদ ( ২০০১ - ১৬ জুলাই ২০২৪)
মোঃ আবু সাঈদ, পিতা মকবুল হোসেন ও মাতা মনোয়ারা বেগম। গ্রামঃ জাফরপাড়া, উপজেলাঃ পীররগঞ্জ, জেলাঃ রংপুর। পড়ালেখা করতেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে। ১৬ই জুলাই ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেপরোয়া এক পুলিশ সদস্যের গুলিতে শাহাদাত বরণ করেন।