মার্জড ফন্ট ব্যবহার করে যেভাবে আপনার মোবাইলে সিম অপারেটর লোগো যুক্ত করবেন।
আচ্ছালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা আমাদের ডিভাইসে মার্জড ফন্টগুলো ব্যবহার করে থাকি। আমরা যারা জানিনা তাদের সুবিধার্থে জানিয়ে রাখি মার্জড ফন্ট বলতে বুঝায় কয়েকটি ভাষার ফন্টকে একত্রে যুক্ত করা। আমরা সেই মার্জড ফন্ট গুলো আমাদের মোবাইলের সিস্টেম ফন্ট হিসেবে ব্যবহার করে থাকি। ফলস্বরূপ আমাদের মোবাইলের ডিসপ্লে আরো আকর্ষণীয় হয়ে ওঠে।
আজ আমরা কথা বলবো কিভাবে আমাদের মোবাইল ডিভাইসে বাংলাদেশী এবং ভারতীয় সিম অপারেটর লোগো সেট করবো।
মোবাইলে লোগো সেট করার পূর্বে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে-
১. আমাদের ওযেবসাইট থেকে ডাউনলোড করা ফন্টেই কেবল লোগো সেট করতে পারবেন। কারণ এই ফিচারটা শুধুমাত্র আমাদের সাইটের ফন্টগুলোতেই এড করা আছে।
২. আমরা আগেও লোগো যুক্ত করে ফন্ট বানিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করছিলাম। কিন্তু নতুন লোগো সেট নিয়মে সেগুলো কাজ করবেনা। তাই কেবল মাত্র আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ফন্টেই লোগো সেট করতে পারবেন।
লোগো সেট প্রক্রিয়াঃ
১. প্রথমে বঙ্গলিপি এর মার্জড ফন্ট ক্যাটাগরি থেকে পছন্দমতো মার্জড ফন্ট ডাউনলোড করে নিন।
২. ডাউনলোডকৃত ফন্টটি আপনার ডিভাইসে ইনস্টল করুন। আপনার ব্রান্ডের মোবাইলে কিভাবে ফন্ট ইনস্টল করবেন সে সম্পর্কিত টিউটোরিয়াল আমরা কিছুদিনের মধ্যেই পাবলিশ করবো। আমরা সাধারণত ফন্ট ইনস্টল করার জন্য Zfont 3 এপ ব্যবহার করি। অথবা আমরা যারা শাওমি ব্রান্ডের মোবাইল ব্যবহার করি তারা শাওমি থিম স্টোর থেকে ফন্ট এপ্লাই করি।
৩. আমরা আমাদের সমস্ত মার্জড ফন্ট শাওমি থিম স্টোরে আপলোড করে থাকি। সেক্ষেত্রে আপনি থিম স্টোরে যেয়ে ফন্টের নামটা লিখে সার্চ করলেই ফন্টটি পেয়ে যাবেন। অথবা আমাদের একাউন্ট নাম Al Masud লিখে সার্চ করলে সব গুলো ফন্ট এক সাথে পেয়ে যাবেন।
এখন ধরে নিলাম আপনি মার্জড ফন্টটি আপনার সুবিধামতো পদ্ধতিতে ইনস্টল করেছেন।
এখন আমরা সিম অপারেটর লোগো গুলো আমাদের ডিভাইসে এপ্লাই করবো
সিম অপারেটর লোগো কোড নিচে দেওয়া হলো।
কোডঃ
গ্রামীণফোন င
টেলিটক ဇ
বাংলালিংক ဈ
রবি ခ
এয়ারটেল ဆ
ভি ဂ
ভোডাফোন စ
জিও က
বিএসএনএল ဃ
লোগো গুলো কিভাবে আপনার ডিভাইসে সেট করবেন তা জানতে নিচের ভিডিওটি দেখুন
দেখে নিন টিউটোরিয়ালটি আর নিজেই ইনস্টল করে ফেলুন পছন্দের মার্জড ফন্টটি।
টিউটোরিয়াল টি আপনার পছন্দ হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করে রাখতে পারেন।